জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান ২০২৩ করার নিয়ম (নতুন আপডেট)

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার নিয়ম

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান -এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমরা যারা নতুন ভোটার হয়েছি। তারা ভোটার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর, তাদের জাতীয় পরিচয় পত্র অনলাইন থেকে উত্তোলন করে চান। তবে এক্ষেত্রে এই অনুসন্ধান খুবই গুরুত্বপূর্ণ। কারন জাতীয় পরিচয় পত্র শুধু অনলাইন থেকে আর স্থানীয় নির্বাচন কমিশন কমিশন অফিস থেকে সংগ্রহ করা যায়।

এক্ষেত্র যদি আমি এই জাতীয় পরিচয় পত্র অনলাইন থেকে উত্তোলন করতে চান। তবে ফ্রী করতে পারবেন। আর যদি অফিস থেকে সংগ্রহ করতে চান, তবে ২৫০টাকা জমা দিতে হবে৷

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার নিয়ম

তাই উক্ত কাজটি কিভাবে অনলাইন থেকে ফ্রি তে উত্তোলন করবেন আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করবো।তাহলে চলুন শুরু করি নতুন কিছু।মোবাইলে নতুন জন্ম নিবন্ধন আবেদন ২০২৩ করার নিয়ম

জাতীয় পরিচয় পত্র কি?

বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক হিসেবে পরিচয় দিতে হলে জাতীয় পরিচয় পত্র প্রয়োজন। যা এটিই প্রকাশ করে যে-আপনি বাংলাদেশর একজন স্থায়ী নাগরিক। বাংলাদেশর সংবিধান অনুযায়ী ১৮ বছর প্রাপ্তবয়স্ক সকলে এই কার্ডটি করতে পারবেন। একজন ব্যাক্তি কেবল একটি পরিচয় পত্রের আবেদন করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র কেন প্রয়োজন?

বাংলাদেশ স্থায়ী বাসিন্দা হতে হলে সরকার কতৃক এই পত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তারাছা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। তবে নিচে তার একটি তালিকা দেয়া হলো –

*স্থায়ী নাগরিক পরিচয় পত্র হিসেবে
*স্থানী ঠিকানা
*পারসোনাল তথ্য
*চাকরি
*বিদেশে যেতে
*পাসপোর্ট
*জমি ক্রয় করতে।
*ব্যাংক হিসাব খুলতে।

উপরের বিভিন্ন কারনে জাতীয় পরিচয় পত্র প্রয়োজন।

প্রথমে আপনাকে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে হবে। বর্তমানে এই কাজটি অনলাইনে খুব সহজে করা যায়। আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনি এ জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সরকারি কোনো ফি প্রযোজ্য নয়।কিভাবে ফেজবুকের জন্য ফেক জাতীয় পরিচয় পত্র বানাবেন বা পাবেন?

নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করতে কি কি প্রয়োজন?

জাতীয় পরিচয় পত্র আবেদন করতে হলে আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। যে ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিচে দেওয়া হল।

  • জন্ম নিবন্ধন সনদ
  • নাগরিক সনদ
  • শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সার্টিফিকেট (যদি থাকে)
  • পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র
  • বিদ্যুৎ বিল কাগজ

উপরের এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করতে পারবেন না। যদি এই ডকুমেন্টগুলো থেকে থাকে তবে আপনি এখনই আবেদন করে ফেলুন অনলাইনের মাধ্যমে।

আবেদন এর কত দিন পর জাতীয় পরিচয় পত্র হাতে পাবেন?

ধরে নিলাম আপনার জাতীয় পরিচয় পত্র র জন্য আবেদন করা শেষ। তবে এখন সবার মনে একটি প্রশ্ন। কত দিন পর জাতীয় পরিচয় পত্র হাতে পাবেন? স্বাভাবিক ভাবে জাতীয় পরিচয় পত্র, অনুসন্ধান এর মাধ্যমে অনলাইন থেকে আবেদন এর ১৫-২৫ দিন এর মধ্যে ডাউনলোড করতে পারবেন।তবে এর বেশিও হতে পারে৷

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে কি প্রয়োজন?

অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করা খুবই সহজ৷ তবে এর আপনার “ভোটার স্লিপ ” অথবা জাতীয় পরিচয় পত্র “নাম্বার ” প্রয়োজন হবে। এবং জন্ম তারিখ ও লাগবে।

কিভাবে অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করবেন?

প্রথম ধাপ:আপনার ভোটার স্লিপ অথবা আইডি নাম্বার হাতে নিন। এরপর এই লিংক এ যান।https://services.nidw.gov.bd/nid-pub/

দ্বিতীয় ধাপ:রেজিস্ট্রার এ ক্লিক করুন। এবং নতুন পেজ ওপেন হবে৷

তৃতীয় ধাপ:এখানে “ফরম নাম্বার ” অথবা জাতীয় পরিচয় নাম্বার নিন। জন্ম তারিখ পূরন করুন৷ এবং ক্যাপচা টা পূরন করে “সাবমিট ” ক্লিক করুন।

চতুর্থ ধাপ:
এরপর বর্তমান ঠিকানা দিন। বিভাগ,জেলা, উপজেলা দিন।
স্থায়ি ঠিকানা -বিভাগ,জেলা,উপজেলা দিন। এবং পরবর্তী ক্লিক করুন৷

পঞ্চম ধাপ:এখানে আপনার মোবাইল নাম্বার দিন৷ যেই নাম্বারে ওটিপি কোড যাবে। এবং ওটিপি কোডটি বসিয়ে দিয়ে “বহাল” ক্লিক করুন৷

৬য় ধাপ:এরপর এই পেজ ওপেন থাকা অবস্থায় গুগল প্লেস্টোর থেকে “Nid Wallet” এ্যাপটি ডাউনলোড করুন৷ এবং ঐ পেজের “QR Code” ডাউনলোড করুন।

৭ম ধাপ: এবার এ্যাপটি ওপেন করুন৷ এবং “QR Code” টি স্কান করুন। এরপর ক্যামেরা ওপেন হবে। এখানে দেখানো সিস্টেম অনুযায়ী সেলফি তুলুন৷ যখন সেলফি ভেরিফাই হবে তখন “OK” ক্লিক করুন৷ এবং ঐ পেজে চলে আসুন৷

৮ম ধাপ:
দেখবেন পেজটি Redirect হবে৷ এবং NID Server পেজ ওপেন হবে৷ এখানে আপনার NID card ডাউনলোড করতে হলে “ডাউনলোড ” ক্লিক করুন৷ দেখবেন “pdf file” ডাউনলোড হয়ে যাবে।

৯ম ধাপ:আপনার জাতীয় পরিচয় পত্রের সকল ডিটেল দেখতে হলে “বিস্তারিত প্রোফাইল ” ক্লিক করুন। এবং সব কিছু দেখতে পারবেন।

শেষ কথা :উপরের দেখানো উপায়ে কেবল আপনি অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে পারবেন। এবং ডাউনলোড করতে পারবেন। সকল ডিটেইল দেখতে পারবেন। সর্তকতার সাথে সব কিছু দেখবেন৷ যদি কোন সমস্যা হয়ে থাকে কমেন্ট করতে পারেন। আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।

 

Sharing Is Caring:

Leave a Comment