ফেসবুক পেইজ বুস্ট করার নিয়ম

আপনি যদি ফেসবুকে কোনো পেইজ পরিচালনা করে থাকেন বা ফেসবুকে নিজস্ব বা অন্য কোন ব্র্যান্ডের বিজনেস করে থাকেন অথবা ফেসবুকে পেইজে ভিডিও তৈরী করে থাকেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক পেইজ বুস্ট এই শব্দটির নাম শুনেছেন।এবং কোনো না কোনো সময়ে চিন্তা করেছেন আপনিও আপনার ফেসবুক পেইজ বুস্ট করবেন।কিন্তু আপনি জানেন না ফেসবুক পেইজ কিভাবে বুস্ট করতে হয়? ফেসবুক পেইজ বুস্ট কি? ফেসবুক পেজ বুস্ট করলে কি কি সুবিধা পাবেন?ইত্যাদি বিষয় সম্পর্কে। এই আর্টিকেলে ফেইসবুক পেইজে বুস্ট করার পাশাপাশি জানতে পারবেন ফেসবুক পেইজে বুস্ট সংক্রান্ত আরও অনেক সিক্রেট বিষয়াবলি। তাই এই আর্টিকেল টি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনার ফেইসবুক পেইজ বুস্ট নিয়ে আর কোনো প্রশ্ন কিংবা সন্দেহ থাকবে না।

Free internet 2022

ফেসবুক পেইজ বুস্ট করার নিয়ম

অনেক সময় দেখা যায় বুস্ট করার সময় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন লেখা থাকে ফেসবুক বুস্ট আনএবেইলএবল ইত্যাদি। এই ধরনের সমস্যার ও প্রোপার সমাধান পাবেন এই আর্টিকেলে। এখন সরাসরি মূল টপিকে চলে যাওয়া যাক যে ফেসবুক পেইজ কিভাবে বুস্ট করতে হয় বা বুস্ট করার নিয়ম কি। তার আগে ছোট্ট করে জেনে নেওয়া যাক এই বুস্ট মূলত কি?

All sim Free internet offer 2022 Update

ফেসবুক বুস্টিং বা ফেসবুক পেইজ বুস্ট কি?

ফেসবুক পেজ বুস্ট বলতে বোঝায় ফেসবুকে এড বা বিজ্ঞাপন দেওয়া।এখন প্রশ্ন হলো আপনি কেনো ফেসবুকে এড বিজ্ঞাপন দিবেন?ফেসবুক পেইজে বিজ্ঞাপন দেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন আপনি যদি আপনার ফেসবুক পেইজে আশা অনুরূপ রিচ না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার ফেসবুক পেইজে রিচ বাড়ানোর জন্য ফেসবুক পেইজ বুস্ট করতে পারেন।ফেসবুক পেজ বুস্ট করার অন্যতম একটি কারণ হলো টার্গেটেড অডিয়েন্স গেইন করা।অর্থাৎ আপনি যদি কোন সার্ভিস বা পণ্য সেবা দিয়ে থাকেন তাহলে আপনার যেই টার্গেটেড অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে আপনার পণ্য বা সেবা পৌঁছে দেওয়ার জন্য আপনি চাইলে ফেসবুক পেজ বুস্ট করতে পারেন।

এক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক পেইজে ভিডিও নিয়ে কাজ করে থাকেন তাহলে ওই ভিডিও হলো আপনার ফেসবুক পেইজ এর পণ্য বা প্রোডাক্ট। এখন প্রশ্ন করতে পারেন ভিডিও কিভাবে আবার পণ্য হতে পারে?ধরুন আপনি আপনার ফেসবুক পেইজে টেকনোলজি বা মোবাইল রিভিউ এর ভিডিও প্রকাশ করে থাকেন। এখন আপনার এই ভিডিও তো কোনো এক বা দুই বছরের বাচ্চারা দেখবে না। এই ধরনের ভিডিও দেখবে যারা মোবাইল কিনবে বা মোবাইল সম্পর্কে জানতে আগ্রহী।আপনি ফেসবুক পেইজ বুস্ট করার মাধ্যমে খুব সহজেই আপনার পছন্দের অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন। তাই বলা যায় ভিডিও একটি ডিজিটাল প্রডাক্ট।

ফেসবুক পেইজ বুস্ট করতে কি কি প্রয়োজন হবে?

আশাকরি এতক্ষণে বুঝে গিয়েছেন ফেসবুক পেজ বা ফেইসবুক বুষ্টিং কি।আপনাকে শুধু ফেসবুক বুস্টিং কি সেটা জানলে হবে না ফেসবুক পেইজ বুস্ট করতে কি কি লাগবে সেটাও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আপনি যেহেতু ফেসবুক পেইজ বুস্ট করবেন তাই সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি ফেসবুক পেইজের।আপনার শুধু ফেসবুক পেইজ থাকলে হবেনা। ফেসবুক পেইজ টাকে ভালো করে কাস্টমাইজেশন করতে হবে। অর্থাৎ বেশ কিছু সুন্দর সুন্দর পোস্ট করে রাখবেন এবং সুন্দর দেখে একটা প্রোফাইল পিকচার বা লোগো দিয়ে দিবেন এবং ভালো দেখে একটা কভার ফটো থাকতে হবে।ফেসবুক পেইজ বুস্ট করার জন্য ভালো কাস্টমাইজেশন থাকা লাগবে এটা কোনো নিয়মে নেই। কিন্তু ভাল করে কাস্টমাইজ থাকা এটা অত্যন্ত ভালো একটা বিষয়। কেননা আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার ফেসবুক পেইজে এসে যদি সুন্দর করে কাস্টমাইজ করা দেখে তাহলে সে আপনার ফেসবুক পেইজ টাকে আরো বেশি বিশ্বাস করবে।

তারপর আপনার প্রয়োজন হবে একটা মাস্টার কার্ড। আপনাকে মাস্টার কার্ডের মাধ্যমেই মূলত পেমেন্ট করতে হবে।আর মনে রাখবেন আপনার মাস্টার কার্ডে যেনো অবশ্যই ডুয়েল কারেন্সি একটিভ করা থাকে।আপনার কাছে যদি ডাচ-বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক অথবা অন্য কোনো ব্যাংকের সেভিংস একাউন্ট বা স্টুডেন্ট একাউন্ট এর যেসকল কার্ড আপনি ব্যাংক থেকে থাকেন সেই কার্ড দিয়ে আপনি বুস্ট করতে পারবেন না। সেই কার্ড শুধুমাত্র আপনি এটিএম বুথে ব্যবহার করতে পারবেন।

ফেসবুক পেইজ বুস্ট করার নিয়ম

আপনার যদি কোনো ডুয়েল কারেন্সি একটিভ থাকা মাস্টারকার্ড আপনার কাছে না থাকে তাহলে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার জন্য আমার একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে।স্পেশাল সারপ্রাইজ টা হলো আপনাকে আমি বলে দিবো কিভাবে আপনি বাংলা টাকা অর্থাৎ আমাদের দেশে যে টাকা রয়েছে সেই টাকা দিয়ে আপনি যেকোনো কিছু বুস্ট করতে পারেন সেটা হতে পারে আপনার ফেসবুক পেইজ বা আপনার ইউটিউব ভিডিও বা অন্য যেকোনো কিছু।তাই আপনাকে আমি আবারো অনুরোধ করবো এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

ফেসবুক পেইজ বুস্ট করার নিয়ম/ফেসবুক পেইজ কিভাবে বুস্ট করে?

আপনাকে সর্বপ্রথম ফেসবুকে একটা বিজনেস একাউন্ট তৈরি করে নিতে হবে। বিজনেস একাউন্ট তৈরি করার পর আপনি সেখানে অনেক অনেক অপশন দেখতে পাবেন। সেই অপশন গুলোর মধ্যে থেকে আপনি বিলিং এড্রেস নামক একটি অপশন পাবেন সেখানে আপনার মাস্টার কার্ড এর ডিটেইলস বসাতে হবে। তারপর একটা ক্যাম্পেইন তৈরি করে নিবেন।ক্যাম্পেইন তৈরি করার পর আপনি অডিয়েন্স টার্গেট করে আপনি যেই ভিডিও বা পোস্ট বা পণ্য বুস্ট করতে চান সেটা করতে পারবেন। আপনি অবশ্যই করার আগে কতো ডলার দিয়ে বুস্ট করতে চান কতদিন ক্যাম্পেইনটি চালু রাখতে চান ইত্যাদি বিশেষ সিলেক্ট করে দিবেন।

বাংলা টাকা দিয়ে ফেসবুক পেইজ কিভাবে বুস্ট করবেন

সত্যিকার অর্থে বাংলা টাকা দিয়ে ফেসবুক ভিডিও বা ফেসবুক পেজ বুস্ট করা যায় না।কিন্তু আপনি কিছু পদ্ধতি অবলম্বন করে সহজে বাংলা টাকা দিয়ে ফেসবুক ভিডিও বা ফেসবুক পেইজ বুস্ট করতে পারেন। আপনি চাইলে সর্বপ্রথম বাংলা টাকা দিয়ে অনলাইন ভিত্তিক একটি মাস্টার কার্ড কিনে নিতে পারেন সেই মাস্টারকার্ডটি হয়তো মাস বা চার মাসের জন্য একটিভ থাকবে সেই মাস্টার কার্ড ব্যবহার করে আপনি খুব সহজেই বুস্ট এর কার্যক্রম করতে পারেন।

তারপর আরেকটি উপায় হলো ফেসবুকের বিভিন্ন গ্রুপ। আপনি ফেসবুকের বিভিন্ন গ্রুপে যদি পোস্ট দেন যে আপনার একটি বুস্ট সার্ভিস দরকার তাহলে অনেক মানুষ দেখবেন আপনার ওই পোস্টে কমেন্ট করবে যে তারা তাদের মাস্টার কার্ড দিয়ে আপনার ফেসবুক পেজ বুস্ট করে দিবে তার বিনিময়ে আপনি তাদেরকে কিছু অতিরিক্ত টাকা প্রদান করবেন। এটাও একটা সহজ মাধ্যম টাকা দিয়ে ফেসবুক পেইজ বুস্ট করা। এই ছিলো আমাদের আজকের আর্টিকেল। আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের সঠিক উত্তর প্রদান করার জন্য।

Sharing Is Caring:

0 thoughts on “ফেসবুক পেইজ বুস্ট করার নিয়ম”

  1. Lucky Club Casino Site Review & Welcome Bonus
    Lucky Club is an online casino from 카지노사이트luckclub Malta that was founded in 2020 and provides sports betting, poker, casino games, live casino, Games: 300+Live Dealer, Live Games, Roulette, Baccarat, Video Slots, Table GamesBonus: 100% up to $500 Rating: 7.5/10 · ‎Review by Lucky Club Casino

    Reply
  2. We are using Artificial Intelligent for providing social media marketing services. Increase social media audience and reach your marketing target. So, get ready to meet your success.

    Social Media Marketing
    �� AI Boosting for Pure Organic Likes

    Platform:
    ✔️️ Facebook, Instagram, Twitter, Youtube.

    �� AI Facebook Advertisement / Post Boosting
    Service Specification:
    ✔️️ AI Platform for Analysing Target Audience
    ✔️️ AI Enhanced Conversion Ratio and Impression
    ✔️️ Audience Tracking and Product Positioning.
    ✔️️ Business Consultancy.

    GET FREE MARKETING CONSULTANCY

    Our marketing expert is always there to consult you regarding your marketing plan.

    ZEEN | Empowered by Experiences
    https://www.facebook.com/zeenbangladesh

    Reply

Leave a Comment