আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমাদের মধ্যে যারা ইতিমধ্যে এসএসসি পরীক্ষা ২০২১ দিয়ে এখন ফলাফল ও পেয়েছেন তারা ভাবছেন যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হবেন। একজন ডিপ্লোমা ইন্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছেন। কিন্তু ভাবছেন আসলে কত পয়েন্ট লাগবে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হতে? তো যারা ভাবছেন তাদের জন্যই আজকের এই টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের জানাবো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তির আবেদন করতে কত পয়েন্ট লাগে?বা কত পয়েন্ট হলে আপনি সরকারি পলিটেকনিক এ চান্স পেতে পারেন।
bteb admission 2021-22 |
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং)
এখন পর্যন্ত বাংলাদেশে মোট 49 টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। আপনি যদি এসএসসি পরীক্ষা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো ফলাফল করতে হবে। বাংলাদেশে যে কয়টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে তার প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে দুই শিফটে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। আপনি চাইলে প্রথম শিফট অথবা দ্বিতীয় শিফটে ভর্তি হতে পারেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অবশ্যই প্রথম শিফটে ভর্তির আবেদন করতে হবে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। যেমন -ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ফুড, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, পাওয়ার, আরএস, মেরিন এবং টেক্সটাইল । এর মধ্যে যেকোনো দশটি ডিপার্টমেন্টে আবেদন করতে পারেন ।
ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং নীতিমালা ২০২১-২২ (সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট)
বিজ্ঞান বিভাগ :
চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে হলে আপনাকে এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (ছেলে)৩.০(মেয়ে)হতে হবে। তবে এই নীতিমালা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য প্রযোজ্য। এরপর আপনি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।আবেদন আপনি একবারে করতে পারবেন। আপনি দশটি চয়েজ দিতে পারবেন।
মানবিক /হিসাব বিভাগ:
মানবিক এবং হিসাব বিভাগ থেকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির আবেদন করতে হলে আপনাদেরকে Remedial Course করতে হবে।আপনার এসএসসি জিপিএ 2.০০ হলে Remedial কোর্সের জন্য আবেদন করতে পারবেন৷ আপনি Remedial Course এ উত্তীর্ণ হলে আপনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
Remedial Course এর জন্য আবেদন কিভাবে করবেন?
কারিগরি (ভোকেশনাল) থেকে সরাসরি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তির আবেদন করতে পারবেন।
যদি আপনি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.০-৪.৫ পেয়ে থাকেন তবে আপনি ভালো বিভাগ থেকে পলিটেকনিকে চান্স পেতে পারেন। সে ক্ষেত্রে আপনি আপনার চয়েজ দিতে পারেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার।
যদি আপনি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4.৮-5.0 পেয়ে থাকেন তবে আপনি সরকারি পলিটেকনিকে চান্স পেতে পারেন৷ সে ক্ষেত্রে আপনি চয়েস দিতে পারেন সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স।
যদি আপনি ৩.৫-৪.০ পেয়ে থাকেন তবে আপনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চান্স পেতে পারেন। সে ক্ষেত্রে আপনি আপনার চয়েজ দিতে পারেন ইলেকট্রনিক্স, ফুড, পাওয়ার, মেকানিক্যাল, ট্যুরিজম এন্ড হসপিটালিটি।
যারা মানবিক বিভাগ /হিসাব বিভাগ থেকে আসবেন তাহারা Remedial Course করে উত্তীর্ণ হয় তবে আপনি পলিটেকনিকে আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে কোর্সের পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে পলিটেকনিকে চান্স দেওয়া হবে।
আমি ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৪৪ পেয়েছি আমি কি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ আমি কি ভর্তির আবেদন করতে পারব
ReplyDeleteParben na vai
Deleteআমি মানবিক বিভাগে ২০২১ সালে জিপিএ ৩.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছি এবং রেমেডিয়াল কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এখন আমি কি সরকারি যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবো?
Deleteঅসংখ্য ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য
ReplyDeleteধন্যবাদ সাথে থাকার জন্য!
DeleteVocational theke pass korle sorasori apply kore admission neya jabe?
ReplyDeleteJi
DeleteAmar 3.71 ami ki apply korte parbo
ReplyDeleteJi parben
Deleteভাই আমি এসএসসি তে ৩.৫০ পয়েছি আমি কি সরকারি পলিটেকনিকে চান্স পাবো
ReplyDeletePete o paren..
Deleteআমি কমার্স থেকে ফোর পয়েন্ট পেয়েছে আমি কি পলিটেকনিকেলে ভর্তি হতে পারবো সরকারি পলিটেকনিক
ReplyDeleteJi parben
Deleteআমি টেকনিক্যাল থেকে পাশ করেছি, ৩.৯৩পেয়েছি আমি সরকারি পলিটেকনিক এ ভর্তি হতে পিরবো
ReplyDeleteআমার HSC GPA 3.00 আমি কি সিভিল ইঞ্জিনিয়ার ভর্তি হতে পারবো?
ReplyDeleteআসসালামুআলাইকুম। আমি এবার এসএসসি পরীক্ষায় সায়েন্স বিভাগ থেকে ৪.১৭ পেয়েছি। আমি সরকারি পলিটেকনিকেল এবার কম্পিউটার সায়েন্স নিয়ে কী চান্স পাবো কী। দয়া আমার এ প্রশ্ন উওর দিবেন
ReplyDeleteআমি মানবিক বিভাগ থেকে পলিটেকনিকে ভতি হতে পরবো। জানাবেন প্লিজ
ReplyDeleteঅনলাইন আবেদনের তারিখতো শেষ এখন আমি কিভাবে আবেদন করব।
ReplyDeleteআমি মাদ্রাসা থেকে ২০১৭ সালে মানবিক গ্রুপ থেকে ৪.৩৮ পেয়েছি
ReplyDeleteদিনাজপুর সরকারি পলিটেকনিক এ কম্পিউটার বিষয় পাবো.?
ভাই আমি ৪.২৪ পায়সি আমি কি চান্স পাব
ReplyDeleteভাই আমি এ বছর এস এস সি তে 4.11 পেয়েছি কিন্তু আমার গনিতে গ্রেড হলো c আমি কি সরকারি পলিটেকনিকে আবেদন করতে পারব
ReplyDeleteভাই আমি এই বছর এইচএসসিতে 3.83পেয়েছি কিন্তু আমি কি সরকারি পলিটেকনিকেল কলেজে আবেদন করতে পারবো
Deleteভাই আমি4.36 পইচি এখন ভর্তি হতে পারবো??
ReplyDeleteAmi 2021 er batch ami 4.67 paice...ami polytechnical a choice dce bt tao amk waiting a rakhca abr 2nd waiting aj 2-3-2022 aj o waiting a rakhca
ReplyDeleteLast ekta chance paben. No problem!
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletePost a Comment