নগদ একাউন্ট দেখার নিয়ম ও কোড – Its Bangla Tech

 

নগদ একাউন্ট দেখার নিয়ম ও কোড

নগদ একাউন্ট দেখার নিয়ম গুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় যেসকল নিয়ম রয়েছে সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। নগদ টা আসলে কি?নগদ হলো একটি মোবাইল ব্যাংকিং মাধ্যম। যেটা দিয়ে আপনি খুব সহজে যে-কোনো সময়ে আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন শুধুমাত্র আপনার নিজের নাম্বারে না, নগদ সাপোর্ট করে এমন নাম্বারে আপনি ফ্লেক্সিলোড করতে পারবেন যেকোনো সময়ে এমনকি সেটা হতে পারে গভীর রাতেও। আজকের এই আর্টিকেল পড়ে আপনি যা যা জানতে

পারবেন তা হলোঃ-নগদ একাউন্ট দেখার নিয়ম,নগদ একাউন্ট দেখার কোড,নগদ একাউন্ট নাম্বার দেখার নিয়ম, নগদ একাউন্ট নাম্বার দেখার উপায়,নগদ এর একাউন্ট দেখার নিয়ম,নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট দেখার নিয়ম। আশা করছি আমি যেই উপায় গুলো বলবো সেগুলো মধ্যে যে কোনো একটি অনুসরণ করে আপনি আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন। আর যদি দুর্ভাগ্যবশত আপনি কোনো কারণে আপনার নগদ একাউন্ট দেখতে সমস্যায় পরেন সেই সমস্যা কিভাবে আপনি মাত্র কয়েক সেকেন্ডই সমাধান করতে পারেন সেটা আপনাদের বলবো। তাই সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য অনুরোধ রইলো।

নগদ একাউন্ট দেখার নিয়ম ও কোড

নগদ একাউন্ট দেখার নিয়ম

আচ্ছা আমি শুরুতেই বলেছিলাম নগদ দিয়ে আপনি যেকোনো সময় আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন।  নগদ দিয়ে শুধু আপনার মোবাইল নাম্বারে টাকা রিচার্জ করতে পারবেন তা নয় আপনি নগদ ব্যবহার করে আরও অনেক কাজ করতে পারবেন আমি শুধুমাত্র একটা উদাহরণ দিয়েছি মাত্র। কাজেই কাউকে আবার বইলেন না যে নগদ দিয়ে শুধুমাত্র রিচার্জ করা যায়। আগে থেকেই সাবধান করে দিলাম। নগদ একাউন্ট দেখার দুইটি উপায় আছে। একটি হলো এপস এর মাধ্যমে আরেকটি হলো আপনার মোবাইল ফোনে কোড ডায়াল করে।

নগদ একাউন্ট দেখার কোড

আপনি সর্বপ্রথম আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। এখানে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের কোন ফোন লাগবে স্মার্টফোন না বাটুন ফোন? আপনারা যেকোনো মোবাইল ব্যবহার করে কাজটি করতে পারবেন। যেকোনো মোবাইল বলছি বলে আবার কেউ নষ্ট কিংবা খেলনা মোবাইল দিয়ে চেষ্টা কইরেন না। আশাকরি এতক্ষণে হাতে একটি ফোন দিয়ে ফেলেছেন। এখন ডায়াল করে ফেলুন ★167# .  ব্যাস আপনার কাজ শেষ আপনি আপনার নগদ একাউন্টের ড্যাসবোর্ড পেয়ে যাবেন। চলে যাচ্ছি আমাদের নগদ একাউন্ট দেখার দ্বিতীয় উপায়ে

নগদ একাউন্ট নাম্বার দেখার নিয়ম

এই কাজটি করার জন্য আপনাকে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। আপনি চলে আসুন আপনার স্মার্টফোনের প্লে স্টোরে আর আপনি যদি আইফোন ব্যবহার করেন তাহলে চলে আসুন এপ স্টোরে। আসার পর সার্চ করুন Nagad লিখে। তারপর প্রথম যেই এপসটি আসবে সেটি ইনস্টল করে ফেলুন। তাহলেই খুব সুন্দর করে আপনার নগদ একাউন্ট ম্যানেজ করতে পারবেন।

নগদ এর একাউন্ট দেখার নিয়ম

এতো সময় ধরে জানানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার নগদ একাউন্ট দেখতে পারেন। এখন বলবো নগদ একাউন্ট দেখতে সমস্যা হলে আপনি কিভাবে তৎক্ষণাৎ  সাহায্য পেতে পারেন। আপনি তৎক্ষণাৎ এবং নির্ভুল সাহায্য পেতে নগদ এর হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। নগদ এর দুইটা হেল্পলাইন নাম্বার রয়েছে।প্রথমতঃ-09609616167,দ্বিতীয়তঃ-16167
মোবাইল ব্যাংকিং একাউন্ট দেখার নিয়ম
বন্ধুরা আশা করি আমাদের আজকের আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু এবং পরিবারের মানুষের সাথে শেয়ার করতে পারেন। আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল পারে আমাদের ওয়েবসাইট আবারও ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটের সকল আপডেট পেতে চাইলে আমাদের ফেইসবুক পেইজের সাথে যুক্ত থাকতে পারেন।
Sharing Is Caring:

Leave a Comment